রাঙামাটিতে যুবদল নেতা গ্রেপ্তার

1

রাঙামাটি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাঙামাটি জেলা শাখার কৃষি বিষয়ক সহ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাফুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার পৌরসভার ১নং ওয়ার্ডের যুবদল সভাপতি মো. ওসমান ব্যক্তিগত কাজে রিজার্ভ বাজার সিএনজি স্টেশন সংলগ্ন হোটেল মধুবনে সামনে গেলে সাইফুল ইসলাম সাফু ওসমানকে বেধম মারধর করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে ওসমান কোতয়ালী থানায় একটি অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে জেলা যুবদলের সহ কৃষি বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম সাফুকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী মো. ওসমান বলেন, যুবদল নেতা সাফুর বিরুদ্ধে শত শত অভিযোগ রয়েছে। ওই দিন তিনি আমাকে মারধর করেন। কোন কথাবার্তা ছাড়াই আমাকে আক্রমণ করেন। আমাকে কোন কথা বলার সুযোগ দেননি। তার অত্যাচারে স্থানীয় বিএনপিসহ সাধারণ মানুষ অতিষ্ঠ।
কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, শহরের রিজার্ভ বাজার এলাকায় যুবদলের দুই নেতার মারমারি বাঁধে। পরে ওয়ার্ড যুবদল নেতা ওসমান বাদী হয়ে সাফুর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় সাফুকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে কোর্টে চালান দেওয়া হয়।