রাঙামাটিতে ভাঙা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য

1

রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। গতকাল শুক্রবার বিকেল থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ ব্যানারে জেলা শহরের উপজেলা পরিষদ এলাকায় এ ভাস্কর্যটি অপসারণের কার্যক্রম শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, শত শত ছাত্র-জনতা ভাস্কর্য ভাঙার কাজে অংশ নেন। ঘটনাস্থলে তারা ব্যানার ও পোস্টার নিয়ে জড়ো হন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও জনতার ভাষ্য, সারাদেশ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে ফেলা হবে। শুক্রবার রাঙামাটি থেকে এ সংগ্রামের সূচনা হয়েছে। যতক্ষণ না প্রতিকৃতি ভাঙা শেষ হবে, ততক্ষণ আন্দোলন চলবে। তারা দাবি করেন, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ‘ফ্যাসিবাদী প্রতিকৃতির’ প্রতীকী ধ্বংস। তাদের মতে, এ কার্যক্রমের মাধ্যমে তারা একটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সংগ্রামের ঘোষণা দিলেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভাস্কর্যটি ভাঙার কাজ চলছে। খবর বাংলানিউজের