রাঙামাটিতে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম নির্মল খীসা (৩২)। গতকাল রবিবার সকাল ৯ টার দিকে রাঙামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খামারপাড়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।
এদিকে ঘটনার জন্য জেএসএস (সন্তু) গ্রæপকে দায়ী করেছে ইউপিডিএফ।
পুলিশ ও স্থানীয়রা জানান, তমিদুং নামে পাশের একটি পাহাড়ি এলাকা থেকে পায়ে হেঁটে ইউপিডিএফের কয়েক সদস্য খামারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত গুলি চালালে এতে ঘটনাস্থলেই নির্মল মারা যান। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমা বলেন, নিহত ব্যক্তি ইউপিডিএফের সদস্য ছিলেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানানো হয়েছে।
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তাৎক্ষণিকভাবে ঘটনায় কারা দায়ী তা বিস্তারিত জানা যায়নি।