রাঙামাটিতে বিএনপির গণসংযোগে হামলা

40

পূর্ব নির্ধারিত গণসংযোগে হামলা ও দুই ঘন্টা অবরূদ্ধ করে রাখার অভিযোগ করেছেন রাঙামাটি আসনে ধানের শীষের প্রার্থী মনিস্বপন দেওয়ান। হামলায় সাবেক পৌরমেয়র সাইফুল ইসলাম ভুট্টোসহ ২১ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে ৯ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করা হচ্ছে। তবে আওয়ামী লীগ থেকে অভিযোগ অস্বিকার করে বলা হয়েছে বিএনপির হামলা তাদের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। এঘটনার জেরে বিএনপির দলীয় কার্যালয়ে রাত ৮টায় জরুরী সংবাদ সম্মেলন ডাকেন ধানের শীষের প্রার্থী সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ভেদভেদীতে পূর্ব নির্ধারিত গণসংযোগে হঠাৎ করেই মিছিল নিয়ে আসে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। মিছিল থেকেই হকিস্টিক, ছুরি, দা ও লাঠি দিয়ে হামলা চালিয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা দিগ্বিদিক ছুটতে থাকে। পরিস্থিতি বেগতিক হলে এসময় তাঁর সাথে থাকা দলের মনোনয়ন চাওয়া এডভোকেট দীপেন দেওয়ান ও অবসরপ্রাপ্ত কর্ণেল মণীষ দেওয়ান, দলের সভাপতি শাহ আলম, দলের সহ-সভাপতি সাবেক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো,সাধারণ সম্পাদক দিপুসহ সিনিয়র নেতারা স্থানীয় দোকানের ভেতরে আশ্রয় নেন। সেখানেই দুই ঘন্টা তাদেরকে অবরুদ্ধ করে রাখে ক্ষমতাসীন দলটি উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। প্রশানকে তাৎক্ষনিক জানানো হলেও ২ ঘন্টা পরে তারা ঘটনাস্থলে এসে অবরুদ্ধদের উদ্ধার করে। এঘটনায় ২১ নেতাকর্মী আহত হয়েছেন। মনিস্বপন বলেন, আমরা আগে থেকেই বলে আসছি রাঙামাটিতে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আজ পূর্ব নির্ধারিত গণসংযোগে হামলার ঘটনার মধ্য দিয়ে নোংরা পরিবেশ তৈরীর নজির করলেন নৌকার প্রার্থী দীপংকর তালুকদার।