রাঙামাটিতে বজ্রপাতে যুবকের মৃত্যু

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে নিজ কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে এই যুবক মারা যান। তিনি উপজেলার বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যান। দুপুর ১টার দিকে ১০ মিনিটের মত গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে জাবেদ আলীর শরীর পুড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটির পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করে। তবে শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যাওয়ার দাগ রয়েছে।
লংগদু থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, শুনেছি মুসলিম ব্লক এলাকার স্থায়ী বাসিন্দা মো. বাবুল হোসেনের ছেলে বজ্রপাতে মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।