রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পাহাড় ধসের সম্ভাবনা আছে এমন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে শহরের মধ্যে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা লোকনাথ মন্দির সরেজমিনে পরিদর্শন করেন রাঙামাটির জেলা প্রশাসক। এসময় তিনি পাহাড়ের পাদদেশে বসবাস করা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। এসময় জেলা প্রশাসন বলেন, আমরা এবার আগেভাগেই দুর্যোগ মোকাবেলায় জেলা কমিটির মিটিং করেছি। জেলা-উপজেলার সবগুলো কমিটিরই মিটিং হয়েছে। যারা ঝুঁকিপূর্ণ এলাকার বসবাস করে তাদের নিরাপত্তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। এবার আমরা নতুন করে এখানকার এনজিওদের নতুন করে সংযুক্ত কিরেছি। যাতে সম্ভাব্য কোন ঝুঁকি তৈরি হলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ভাবেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। ইতিমধ্যে শহর এলাকাসহ জেলার প্রতিটি উপজেলায় পাহাড়ের ঢালে ও পাদদেশে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা লোকজনকে আগেভাগে নিরাপদে বা জেলা ও উপজেলায় প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে। এ ব্যাপারে সতর্কবার্তা জারি করে সার্বক্ষণিক প্রচারণা চালানো হচ্ছে। এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, মোঃ ইয়াসিন খন্দকার, সিনিয়র সহকারী কমিশনার (ভ‚মি) ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষ ও স্থানীয় লোকজন। উল্লেখ্য, জেলা সদরের পৌরসভা এলাকায় পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে ৩১টি স্থান চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শহরের রিজার্ভবাজারে চেঙ্গিমুখ, চম্পানির মার টিলা, শহিদ আবদুল আলী একাডেমি বিদ্যালয় সংলগ্ন এলাকা, পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন এলাকা, গর্জনতলী, ভেদভেদী নতুনপাড়া, শিমুলতলী, রূপনগর, যুব উন্নয়ন এলাকা অন্যতম। তথ্য মতে এবছর জেলা সদরে অতিবৃষ্টির কারণে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ লোকজনের সংখ্যা প্রায় ২০ হাজার জন।