রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী সম্প্রীতির ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে অনুষ্ঠিত হলো ‘সম্প্রীতির মিনি ম্যারাথন’। ৩ নভেম্বর সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে এই মিনি ম্যারাথনে অংশ নেন শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী। শহরের প্রধান সড়ক পেরিয়ে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শেষ হয় দৌড়।
হ্নবিজয়ের উচ্ছ্বাসে স্টেডিয়ামের পাশেই সবাইকে বরণ করেন নেন জেলা পুলিশের সদস্যরা। পরে বিজয়ী ১০ জন তরুণ ও ১০ জন তরুণীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা বিভাগের যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার নুসরাত এদীব লুনা, পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এবং জেলা রোভার স্কাউট কমিশনার নুরুল আবছার। হ্নপ্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেই উচ্ছ্সিত প্রতিযোগীরা, ভবিষ্যতে এমন আয়োজনের দাবি অংশগ্রহনকারীদের। ‘খেলাধুলায় গড়ে উঠুক সম্প্রীতি’ এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল ফুটবল, হ্যান্ডবল ও মিনি ম্যারাথন। এই প্রতিযোগিতা পারস্পরিক বিশ্বাসের এক মেলবন্ধন সৃষ্টি করবে বলে প্রত্যাশা আয়োজকদের।











