রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে হাটে এসেছে প্রচুর পাহাড়ি গরু। বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তে জমেছে কোরবানি পশুরহাট। কয়েকদিন আগে জেলা সদরসহ বিভিন্ন হাটে পশু আনা হলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। ফলে শুরু থেকে কেনাবেচা জমেনি। গতকাল বুধবার শহরের পৌর ট্রাক টার্মিনালে বসানো পশুরহাটে গিয়ে দেখা যায়, প্রচুর পাহাড়ি গরু। আর বেচাকেনাও খুব জমে উঠেছে। এ হাটে প্রতিটি গরু বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। ক্রেতাদের ভির। তবে বিক্রেতাদের মধ্যে পাইকারের সংখ্যা বেশি। আগের বছরের চেয়ে এ বছর কিছুটা সুলভমূল্যে গরু পাওয়া যাচ্ছে বলে জানান ক্রেতারা।
তারা বলেন, পশুরহাটে স্থানীয় বিক্রেতার সংখ্যা কম। তবে পাইকারদের কাছ থেকে কিছুটা সুলভমূল্যে গরু কেনা যাচ্ছে। এর আগে প্রচুর বৃষ্টির কারণে গরু কেনা সম্ভব হয়নি। শেষ মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করেও পশু কিনতে হচ্ছে।
মৌসুমি গরু ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, কোরবানি উপলক্ষে প্রতিবছরই কিছু গরু লালন পালন করে হাটে তুলি। কিন্তু এ বছর কয়েকদিন আগে পশুরহাট বসলেও ক্রেতা উপস্থিতি কম ছিল। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি বাড়লেও তেমন দাম মিলছে না। তাই আগের বছরের তুলনায় এবার লাভ কম হবে।
এদিকে রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালজুড়ে বসেছে কোরবানির পশুর হাট। তবে এবার ব্যতিক্রমভাবে পশুর হাট বসেছে কাপ্তাই হ্রদ জুড়ে। জেলার প্রত্যন্ত দুর্গম এলাকা থেকে ইঞ্জিনচালিত বোট নিয়ে আসা পশু বিক্রি হচ্ছে কাপ্তাই হ্রদে নৌকা বা বোটে করে।