রাঙামাটিতে ছেলেধরা আতঙ্ক

15

সম্প্রতি পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা প্রয়োজন বলে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। সপ্তাহ খানেক এই গুজবের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি ক্লিয়ার করে বলা হয়েছে-এটি স্রেফ গুজব। গুজব ছড়ানোর সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই গুজবের পর দেখা দিয়েছে ছেলে ধরা আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পেইজ থেকে বিষয়টি ব্যাপক প্রচারও করা হচ্ছে। কেউ কেউ অতি উৎসাহী হয়ে এসব সংবাদ শেয়ার করেও প্রচার করছে। যার কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পাড়া-মহল্লায়, চায়ের দোকানে কিংবা আড্ডাস্থলে বিষয়টি নিয়েও কথা উঠে। ওই পাড়া থেকে এতজন, এই পাড়া থেকে এতজন ছেলে-মেয়ে নিখোঁজ হয়েছে বা ছেলে ধরে নিয়ে গেছে। কিন্তু নির্দিষ্ট করে কোন এলাকা থেকে কার সন্তানকে নিয়ে গেছে সেই ব্যাপারে কেউ কোনো তথ্য দিতে পারেনা।
তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মোঃ আখতার হোসেন চৌধুরী জানান, আগের তুলনায় স্কুলে অভিভাবকের উপস্থিতিও বেড়েছে। বিষয়টি শুনে স্কুলের পক্ষ থেকে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল ইসলাম রনি বলেন, এটি ¯্রফে গুজব।