রাঙামাটিতে আস্থা প্রকল্পের এডভোকেসি সভা

1

রাঙামাটি প্রতিনিধি

নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের এডভোকেসি সভা রোববার বিকাল ১১টায় শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন পার্কে আস্থা সিভিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
প্রধান অতিথি বলেন, নির্বাচন আসলে দেখা যায় উৎসব ও আনন্দ। দেশে নির্বাচন পরিচালনা করে এদেশের যুবকেরা। যুবকেরা যদি ভুল পথে চলে তাহলে নির্বাচনও ভুল হবে। যুবকেরা চাইলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে। রবিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমন্বয়ক আস্থা প্রকল্প।
এসময় বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ চাকমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ওমর ফারুক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ জাহান, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি বারের সভাপতি এডভোকেট মিহির বরন চাকমা, এডভোকেট সুস্মিতা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপ কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধ এবং সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারে গুরুত্বারোপ কওে থাকে। সুশাসন ও গণতান্ত্রিক চর্চা বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাদের পরামর্শেও গুরুত্বারোপ করে সংগঠনটি।
সভায় গণতন্ত্র ও সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে যুব সমাজকে কাজ করার আহবান জানান। বক্তারা আরও বলেন, যুবকদের নেতৃত্ব শতভাগ সফল। কিন্তু পরে যুবকেরা আর সে ফল ভোগ করতে পারে না। দেশে যত ধরনের আন্দোলন হয়েছে তাতে যুবকদের ভ‚মিকা অপরিসীম। মেধা অনুযায়ী যুবকদের কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করতে পারলে বেকার যুবকদের স্বাবলম্বী করা সম্ভব হবে। এডভোকেসিতে আস্থা সিভিক প্লাটফর্মের জেলা ও উপজেলা সদস্যবৃন্দ, ইয়ুথ সদস্যবৃন্দ, রাজনৈতিক, সুশীল সমাজ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।