রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে যুব সমাজের সচেতনতার লক্ষ্যে আস্থা প্রকল্প পরিচালিত ইয়ুথ গ্রুপ, রাঙামাটি সদরের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইয়ুথ গ্রুপ রাঙামাটি সদরের যুগ্ম আহবায়ক তপন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙামাটি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আস্থা প্রকল্প কমিটি নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী রবিন চন্দ্র চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের সহকারী কর্মকর্তা রাজশ্রী চাকমা। রাঙামাটি সদর উপজেলার ইয়ুথ গ্রুপের সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
আলোচকরা বলেন, রাঙামাটি জেলায় সমাজে যে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করে তাদের ক্ষমতায়নে ‘আস্থা’ নামক একটি সামাজিক সচেতনতামূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর একটি নাগরিক প্লাটফর্ম গঠন করে প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট্স। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশ গঠনে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসার আহবান জানান বক্তারা।