রাঙামাটিতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের উপহার সামগ্রী বিতরণ

1

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলায় তিন হাজার ৪৮ জন আনসার ও হিল ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ হতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি জেলা কমান্ডারের কার্যালয় আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপÑমহাপরিচালক ড. মোঃ সাইফুর রহমান।
জেলা কমান্ড্যাট মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ঘাগড়া আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাশ, পিভিএমএস ও জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ১০ উপজেলা থেকে আগত ভিডিপির সদস্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে ২য় বারের মত তৃণমূলে কর্মরত তিন হাজার ৪৮ জন ভাতাভোগী আনসার, হিল ভিডিপি, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারদের মাঝে ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে প্রত্যেককে পোলাও চাল এক কেজি, লাচ্ছি সেমাই ২ প্যাকেট, সাধারণ সেমাই ২ প্যাকেট, গুঁড়া দুধ, সুজি, নুডলস, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
তিনি বলেন, জেলা সদরে ১০৭ জন, বাঘাইছড়ি ৩২১ জন, কাউখালী ৩৩৭ জন, কাপ্তাই – ১৮ জন, নানিয়ারচর -৩০৭ জন, জুরাছড়ি -১৯, রাজস্থলী -১৯০ জন, লংগদু – ৯৪০ জন, বরকল- ৬১৪ ও বিলাইছড়ি – ১৯৫ জন সহ মোট- তিন হাজার ৪৮ জনকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।