রাউজান স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

4

রাউজান প্রতিনিধি

রাউজানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জলিল নগরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মুসা খান। প্রধান অতিথি উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. একরাম মিয়া। পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মীর্জার পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সি. যুগ্ম আহবায়ক রাসেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, যুগ্ম আহবায়ক আনোয়ার শাহ, নুরুল ইসলাম, মো. শফি, আব্দুল শুক্কুর, জসিম উদ্দিন, আব্দুল হালিম, জব্বার, ফরিদ উদ্দিন, জাহেদুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, মো. আলমগীর, সাইফুদ্দিন মেম্বার, দেলোয়ার খান জয়, কামাল প্রমুখ।