রাউজান রাবার বাগান স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলার পুরস্কার প্রদান

1

রাউজান প্রতিনিধি

জমকালো আয়োজনে পর্দা নেমেছে রাউজান রাবার বাগান স্পোর্টিং ক্লাবের আ.বি. ফুটবল টুর্নামেন্টের। এতে গতকাল ২৪ নভেম্বর রবিবার ফাইনাল খেলায় রাউজান রহমতপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ‍্যাম্পিয়নশীপ অর্জন করেন উত্তর ফটিকছড়ি নিশ্চিতাপুর আজিম তালুকদার বাড়ি ফুটবল একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন বিজয়ী দলের খেলোয়ার মোহাম্মদ ফাহিম। সেরা খেলোয়ার নির্বাচিত হন রার্নাস আপ দলের মোহাম্মদ নাহিদ। সেরা গোলরক্ষক বিজয়ী দলের মোহাম্মদ আলফি। খেলাশেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
উত্তরজেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, ওবাইদুল আকবর রোমান, মোজাম্মেল হক, নঈম উদ্দিন আহম্মেদ টিপু, আলহাজ জসিম উদ্দিন, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার, তসলিম উদ্দিন, ছোটন আজম, মোহাম্মদ হানিফ, আব্দুল মন্নান, শাহজাহান সাহিল, তছলিম উদ্দিন ইমন। পৌর যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, মোহাম্মদ রেওয়াজ, রবিউল আলম, ফোরকান কোম্পানি, মোহাম্মদ হেলাল খান।