রাউজান-রাঙ্গুনিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

17

রাউজান ও রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। রাউজান ও রাঙ্গুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী খুশিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
রাউজান : গতকাল বৃহস্পতিবার রাউজানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজমের সভাপতিত্বে আনন্দ মিছিল ও এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবের সুলতান কাজল। উত্তরজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পদক নুরুল ইসলাম বাবুল। বক্তব্য রাখেন নিজাম উদ্দিন সুজন, মো. আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব একরাম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাহাদাত মির্জা, ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, নিজাম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা সাঈদ বিন আমান রানা, শাহ আলম, মঞ্জুরুল ইসলাম, মো. রেওয়াজ, সাইফুদ্দিন রিবন, নাফিজ ইমতিয়াজ, মো. আরিফ, রিয়াজুল, তৈয়ব সুলতান, সোহেল, আরিফুল ইসলাম রুবেল, নুরুল ইসলাম, বাপ্পা কুমার দাশ, হাসান বাহাদুর, আসাদ, রিপন, সাকিল, হাফিজুর রহমান, রহিম, আজম, রুমান, রাসেল, পলাশ, সালাউদ্দিন, শফি, শহিদ প্রমুখ।
আনন্দ মিছিলটি চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়ক মুন্সির ঘাটা হতে মাস্টারদা সূর্যসেন চত্বর হয়ে জলিলনগর বাস স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। পরে সাধারণ জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া : এবিএম ফজলে করিম চৌধুরী আটক হওয়ার খবরে রাঙ্গুনিয়ায়ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার রোয়াজারহাট বাজারে এই মিষ্টি বিতরণ করেন উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম। এসময় জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন তিনি পথচারী, দোকানদার, চালকসহ বিভিন্ন সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ছাত্রদল নেতা মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, রাঙ্গুনিয়ার সাবেক সাংসদ এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে অবৈধভাবে ফাঁসি দিয়ে হত্যা করার পর যেদিন রাউজানের নিজ গ্রামে দাফন করতে আনা হয়, তখন তিনি নানাভাবে মৃত মানুষের সাথেও দুশমনি প্রদর্শন করেন। তার জানাজায় অংশ নিতে গিয়ে আমাদের উপর হামলার ঘটনা ঘটে। এমনকি পরবর্তীতে তার কবর জেয়ারতে গিয়েও হামলার শিকার হতে হয়েছে তার পালিত আওয়ামী সন্ত্রাসীদের হাতে। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলমানের কবর জেয়ারতে ভোর সকালে গিয়েও রেহাই পায়নি। তাই তার আটকের খবরে আমাদের এই মিষ্টি বিতরণ করে আনন্দ উদযাপন করেছি।
মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ যুবদল নেতা মো. দিদার আলম, রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহব্বায়ক মো. ইয়াকুব রানা, মো. শাহেদুল ইসলাম ইফাক, দক্ষিণ যুবদল নেতা মো. লিয়াকত, স্বেচ্ছাসেবক দল নেতা মো. শাহেদ, মো. মনছুর, মো. শওকত, মো. ইয়াকুব, মো. সিপাত, মো. জনি, মো. ইব্রাহিম, মো. রুবেল প্রমুখ।