রাউজান মোহাম্মদপুর প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, নতুন বই বিতরণ, জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা, পুরস্কার বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭নং রাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পরিচালক অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও রবিউল হোসেন রবির সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা সারজু মো. নাছের, মোজাম্মেল হক, রাশেদ সরোয়ার। বক্তব্য দেন উপাধক্ষ্য শাহাব উদ্দিন আহমেদ।