রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের নবগঠিত কমিটির প্রথম সভা উপজেলা সদরে সংগঠনের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ সভাপতি মাওলানা দিদার, সাবেক সহ সভাপতি এএএম মামুনুর রশিদ, সংগঠনের যুগ্ম সাধারণ জাহানগীর সিরাজ তালুকদার, সহ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক একে বাবর, সহ দপ্তর সম্পাদক মো. মোক্তার হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপন বিশ্বাসসহ আরো অনেকেই।