রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ বশির উদ্দিন খান বলেন, ইসলামকে নানাভাবে বিকৃতি করে সন্ত্রাসী কার্যকলাপ করে অশান্তকারী মুনিরীয়াকে কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে। এতে যারা বর্তমানে কমিটিতে স্থান নিয়েছে, তাদেরকেই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। গত বৃহস্পতিবার উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংগঠনের সাবেক সভাপতি মো.রফিক খানের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান। রাউজান পৌরসভা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুছা আলম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভা আওয়ামীলীগের সহ অর্থ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোদাচ্ছের, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, উপদেষ্টা কবির আহমেদ, মহিন উদ্দিন খান, আজাদ খান, ডা. রতন বড়–য়া, মাওলানা মো. ফারুক, মাওলানা রায়হান উদ্দিন খান, মো. মারুফ, মো. রাশেদ প্রমুখ।