রাউজান পৌরসভায় নগর উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামে পৌরসভা নগর উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী রাউজান পৌরসভা কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের অর্থায়নে ১ দিনের শীর্ষক কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার প্রশাসক মো. রিদুয়ানুল ইসলাম। পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান, শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট মোহাম্মদ শাহাদাত হোসেন, নগর পরিকল্পনাবিদ আল মোস্তাকিন অপূর্ব, সহকারী নগর পরিকল্পনাবিদ সিপাত রেজা, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রাকিব উদ্দিন প্রধান প্রমুখ।