রাউজান পূর্ব গুজরা ধূমারপাড়ায় প্রিয় রঞ্জন বড়ুয়ার অনিত্য সভা

98

রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারের উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়ার প্রয়াণোত্তর অনিত্য সভা স্বপ্নীল প্রাঙ্গণে বৌদ্ধ ভিক্ষুু মহাসভার সহ-সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহথেওেরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভদন্ত বোধিমিত্র মহাথের। উদ্বোধক ছিলেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহাথের। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, অধ্যাপক উপানন্দ মহাথের, ভদন্ত বিপস্সী মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সুমিত্তানন্দ থের, অনিত্য দেশনা করেন ভদন্ত অনুরুদ্ধ থের, ভদন্ত দেববংশ থের, ভদন্ত শান্তলোক থের, ভদন্ত পূর্নানন্দ থের, ভদন্ত সত্যানন্দ থের, ভদন্ত সুমনানন্দ ভিক্ষুু, ভদন্ত করুনানন্দ ভিক্ষুু, ভদন্ত মেত্তানন্দ ভিক্ষুু ও অর্থদর্শী ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু-সংঘ। প্রয়াতের পারিবারিক পরিচিতি তুলে ধরেন প্রধান শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া, অব. স্মৃতিচারণ করেন অঞ্চল কুমার বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, প্রধান শিক্ষক দীপঙ্কর বড়ুয়া, শিক্ষক পুলিন বিহারী বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, ডা. সুলাল কান্তি বড়ুয়া, শিক্ষক তাপস কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক রণজিৎ বড়ুয়া, রণধীর বড়ুয়া, সূর্যসেন বড়ুয়া শঙ্কু, সজল চৌধুরী, দীপন কান্তি বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া, কীর্তন পরিবেশন করেন শাক্য সিংহ কীর্তনীয় দল, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রয়াতের ছোট ছেলে উৎপল বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু ও প্রবারণ বড়ুয়া। শোক প্রকাশ করেছেন প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, একুশে পদক প্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, অর্থমন্ত্রীর এপিএস. রতন কুমার সিংহ, বাংলাদেশ বাঙ্গালী মূলনিবাসী ইউনিয়নের সভাপতি প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ- চট্রগ্রাম অঞ্চল, যুব, চট্রগ্রাম উত্তর জেলা যুব, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, অগ্রসার উচ্চ বিদ্যালয়, আসক ফাউন্ডেশন, সিলেট বৌদ্ধ সমিতি, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদ- সিলেট, বৃহত্তর হোয়ারাপাড়া সমাজ উন্নয়ন পরিষদ, দীপঙ্কর-সুপ্রভা ট্রাস্ট, ধূমারপাড়া আনন্দ বিহার, হরগোবিন্দ বৌদ্ধ বিহার, ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতি, ত্রিরত্ন সংঘ, সৃজনী একাডেমী, মহামায়া, মৈত্রী বার্তা, নৈরঞ্জনাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও আত্মীয়-স্বজনগণ। উল্লেখ্য প্রিয় রঞ্জন বড়ুয়া গত ১৪ মার্চ প্রথম প্রহরে এবং ত্বদীয় সহধর্মিণী রেনু প্রভা বড়ুয়া ৬ মার্চ প্রয়াতের ছেলে উজ্জ্বল কান্তি বড়ুয়ার বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামী ১৮ মার্চ প্রয়াতের পারলৌকিক শান্তি-সুখ কামনায় সাপ্তাহিক অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে পূজনীয় ভিক্ষুু-সংঘ ও আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীবৃন্দের উপস্থিতি কামনা করছেন।