রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান পশ্চিম আধার মানিক শ্মশানভূমি ধ্যানকেন্দ্র, ভিক্ষু নিবাস ও শ্রদ্ধাপাল বিহারের উদ্যোগে শুক্রবার শেষ হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ উৎসবকে ঘিরে আয়োজন করা হয় চীবর বুনন, বিশ্বশান্তি কামনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, চীবর পরিক্রমা, কঠিন চীবর উৎসর্গ ও সদ্ধর্মদেশনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম বিনাজুরী মিলনরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত বিনয়পাল মহাথের। প্রধান অতিথি ছিলেন হিঙ্গলা শ্মশান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ধর্মরতœ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন কাঠাছড়ি শাখা বনবিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাদর্শী থের। উদযাপন কমিটির সভাপতি ডা. উত্তম বড়ুয়া স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য দেন রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা ও উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিন্টু বড়ুয়া। ধর্মদেশনা দেন অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধাপাল থের ও ভদন্ত সুমনশ্রী থের। দানোৎসবে সহস্রাধিক ভিক্ষু ও কয়েক হাজার উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।











