রাউজান থানায় নতুন ওসিকে সংবর্ধনা

4

রাউজান প্রতিনধি

চট্টগ্রামের রাউজান থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান যোগদান করেছেন। গতকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে তিনি যোগদান করেন। এর আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। ইতোমধ্যেই তিনি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, সকলের সহযোগিতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এদিকে যোগদানের পর বিভিন্ন সংগঠন সংবর্ধিত করেন। এরই মধ্য যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও উপজেলা ছাত্রদলের নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, যুবদল নেতা মো.সাইফুদ্দিন রিবন, যুবদল নেতা মো.মনছুর, বাহাদুর, নাছির, আবু ছৈয়দ, ছাত্রদল নেতা মো.সাজ্জাদ, মো.রাশেদ, গিয়াস, রিপন, এমরান, এনাম হোসেন, তারেক, রাব্বী, তাসিন, ফাহিম, আরমান, নুহিন, আসিফ, তুহিন, রাকিব, আশিক, শাহজান, মনজু, বোরহান।