রাউজান ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন স্টুডেন্ডস উইং এর কার্যনির্বাহী কমিটি গঠন গত ৮ এপ্রিল চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। এতে অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ডা. রিয়াজ উদ্দিন বিপ্লব, সেন্ট্রাল বয়েজ অব বাংলাদেশ চট্টগ্রাম জোনের সভাপতি মো. রুবেল, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম সাকিবুল ইসলাম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, ডা. মিনহাজ মাহমুদ মনির, ডা. রুমি চক্রবর্তী।
রাউজান ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্স এসোসিয়েশন স্টুডেন্টস উইং-এর কার্যনির্বাহী কমিটিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী মো. শাহেদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং সাউদার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া শেরে বাংলা মেডিকেল কলেজের মো. আবু জুবায়েরকে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি