রাউজানের ঐতিহ্যবাহি জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান ও সংবর্ধনা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। ভদন্ত সুনন্দ মহাথের সভাপতিত্বে ও রাউজান উপজেলা বাবু সুমন কল্যাণ বড়–য়ার সঞ্চালনায অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল ওহাব ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. কফিল উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন রাজগুরু ভদন্ত অভয়ানন্দ মহাথের। সদ্ধর্মদেশক ছিলেন সদ্ধর্মরত্ন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন রাউজান সদর ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, মৃদুল বুয়া মাদল ও রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নূরুল আমিন। উদ্বোধক ছিলেন প্রজ্ঞাবারিধি ভদন্ত সুমেধানন্দ মহাথের। স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী বাবু তীর্থংকর বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু ষষ্টধীর বড়ুয়া। উপস্থিত ছিলেন ফনিভুষণ বড়ুয়া, প্রকাশ কুসুম বড়ুয়া, বাবু বিশু বড়ুয়া, সুবোধ বড়ুয়া, তরুণ কান্তি বড়ুয়া, প্রবেশ বড়ুয়া, রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো. নাছের, মো. ইসহাক ইসলাম, জিল্লুর রহমান মাসুদ, বাবু সূর্যসেন বড়ুয়া, বাবু টিটুল বড়ুয়া, রাজু বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, বাবু পলাশ বড়ুয়া, পুলক বড়ুয়া।