রাউজান জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীষক সভা

1

রাউজান প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান পৌরসভার উদ্যোগে পবিত্র মাহে রমজানে তাৎপর্য শীষক আলোচনা সভা ও ইফতার মাহফিল গত শুক্রবার বিকেলে রাউজান সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উত্তর জেলার কমপরিষদ সদস্য, পেশাজীবী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দীন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাউজান উপজেলা আমীর শাহজাহান মনজু। বিশেষ অতিথি ছিলেন আবুল হাসেম, মুহাম্মদ শাহজালাল, নাজিম উদ্দীন আল আজাদ।
রাউজান পৌরসভা আমীর বেলাল মোহাম্মদের সভাপতিত্বে অতিথি ছিলেন বিএনপি নেতা ছৈয়দ মনজুরুল হক, সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজম, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আব্দুল কাদের, তৌহিদুল ইসলাম, মাওলানা শাহ আলম, মোরশেদ খান, জমির উদ্দীন, মোরশেদুল ইসলাম, সলিম উল্লাহ, নুরুল আলম, নাছির উদ্দীন, মিজান, মনিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে জামাত, তা একদিন সফল হবো। পরে মোনাজাত করা হয়।