রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের হযরত গফুর আলী বোস্তামী (রহ.) চারাবটতল বাজার। এবার কোরবানি উপলক্ষে শনি, বুধ ও শুক্রবার পশুর হাট বসবে। যার কারণে পশুর ক্রেতা-বিক্রেতার মাঝে ব্যাপক আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে প্রতি এ বাজারে হাসিলবিহীন পশুর হাট বসে।
এ লক্ষে ২৯ মে সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হযরত গফুর আলী বোস্তামী (র.) চারাবটতল বাজার কমিটির সভাপতি আবু বকর চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দা মিয়া, সিনিয়র সহ সভাপতি কাজী মোহাম্মদ বখতিয়ার হোসেন, সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন, যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসেম, সদস্য মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ এনাম, মোহাম্মদ বাছুল, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মামুন সহ সদস্যবৃন্দ।