রাউজান গহিরায় ফজলুল কবির চৌধুরী ফুটবল টুর্নামেন্ট

40

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পিতা ও সাবেক পার্লামেন্টরিয়ান একেএম ফজলুল কবির চৌধুরী দ্বিবারাত্রী ফুটবল টুর্নামেন্টের ২য় আসর গতকাল শুক্রবার তরী সংগের উদ্যোগে দক্ষিণ গহিরা খান সাহেব উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান। তরী সংসদের সভাপতি আর কে রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রোবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউাজন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, বর্তমান সভাপতি তৈয়ব চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম, ব্যবসায়ী এসএম জাহেদ, যুবলীগ নেতা মোহাম্মদ মারুফ, আমান উল্লাহ আমান, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মিজান, জয়নাল আবেদীন, মোহাম্মদ এমদাদ। খেলা পরিচালনা করেন মোহাম্মদ সাহেদ। সহযোগিতায় ছিলেন মোহাম্মদমামুন ও মোহাম্মদ জাহেদ। টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করে।