রাউজানের মানবিক ও সামাজিক সংগঠন রাউজান ক্লাবের কার্যালয় পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং রাউজানের কৃতি সন্তান প্রফেসর ড. আনিসুজ্জামান চৌধুরী। গত শুক্রবার বেলা ১২টায় ক্লাব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভ্যর্থনা জানান। এসময় রাউজানের যাকাত তহবিল থেকে আর্থিক অনুদান, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন বাবুলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব কাজী মো. শফিউল আলম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রুপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. শাহজাহান চৌধুরী, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের আজীবন সদস্য এস এম সিরাজউদ্দৌলা, মেঘনা পেট্রোলিয়ামের সাবেক ডিজিএম একেএম আকতার কামাল চৌধুরী, অডিট নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজামাল চৌধুরী, আরব নগর মাদ্রাসার পরিচালক মাওলানা কেএম আলমগীর মাসউদ আরব নগরী, ব্যাংক কর্মকর্তা আব্দুল আল কাইয়্যুম, বিএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের সাবেক কর্মকর্তা মেজবাহ উদ্দিন আকবর, ব্যাংক কর্মকর্তা সৈয়্যদ মঞ্জুরুল হক, কিউসি গ্রুপের কর্মকর্তা হারুন অর রশিদ, বেক্সিমকোর কর্মকর্তা মুহাম্মদ মহসীন চৌধুরী, সৈয়দ ওবাইদুল আকবর রোমান, সাংবাদিক আলমগীর সবুজ।
উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ মাসুম চৌধুরী, সিএম আলী হায়দার, সৈয়দ ওহিদুল আকবর শাহিন, সৈয়দ মঞ্জুরুল হক, আরিফ মঈনুদ্দিন, মোহাম্মদ জিয়া উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফাহিম, শিক্ষক আজাদ খান, মোহাম্মদ শামসুদ্দোহা, এস এম জাফর চৌধুরী, মাস্টার তসলিম উদ্দিন, মুহাম্মদ মহসীন আলী, শফি সিকদার, রিদোয়ান চৌধুরী রুবেল, মো. খোরশেদ, অশোক বড়ুয়া, মোহাম্মদ ছমিউদ্দিন প্রমুখ। ড. আনিসুজ্জামান কয়েক মাসের মধ্যে অনুষ্ঠেয় দাতা-আজীবন সদস্য ও সম্মেলন, গুণীজন সংবর্ধনা এবং ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। বিজ্ঞপ্তি