রাউজান প্রতিনিধি
রাউজানের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন রাউজান ক্লাবের নিয়মিত সভা ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, দরিদ্র মানুষ যাতে সহজে চিকিৎসা সেবা পায় সেজন্য একটি হাসপাতাল করার পরিকল্পনা থেকে ক্রয় করা হয়েছিল ৬০ শতক জায়গা। ফকির তকিয়ায় কেনা সেই জায়গা দুর্ভাগ্যবশত গত সরকারের আমলে এর থেকে ৪০ শতক জায়গা অধিগ্রহণ করে ফেলা হয়।
ফলে অবশিষ্ট থাকা ২০ শতক জায়গায় হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়নি। তাই দ্রুততম সময়ের মধ্যে রাউজান সদর থেকে হাটহাজারীর আগ পর্যন্ত রাস্তার পাশে ৪০ শতক জায়গা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। জমি কিনতে ৯ সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকার রফিকুল ইসলাম ইসলামাবাদী, মাসুম চৌধুরী, আব্দুল ওয়াহেদ চৌধুরী, আব্দুর রহিম, সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল, এস এম জাফর চৌধুরী, শামসুদ্দোহা, মামুন, রোবেল, নিজামুদ্দিন চৌধুরী, নাছির, ইমরান চৌধুরী, রায়হান চৌধুরী, অশোক বড়ুয়া, খোরশেদ চৌধুরী।