রাউজান ক্লাবের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান

1

রাউজান প্রতিনিধি

রাউজানে কম্বল বিতরণ, বিবাহ সাহায্য, ঢেউটিন, চিকিৎসা সাহায্য, শিক্ষা সাহায্য প্রদান অনুষ্ঠান করেছে রাউজান ক্লাব। এতে দুইশত কম্বল ও এক লক্ষ একুশ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এসময় ক্লাবের সাধারণ ডা. ওমর ফারুক, সম্পাদক মো. নাছির উদ্দিন বাবুল, আব্দুল ওযাহেদ চৌধুরী, শামসুদ্দোহা, এসএম জাফর চৌধুরী, রোবেল, মহসিন আলী, ইমরান, খোরশেদসহ ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।