রাউজান প্রতিনিধি
মানবিক সংগঠন রাউজান ক্লাব যাকাত তহবিলের উদ্যোগে গতকাল বিকাল তিনটায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ৬৪ জন মানুষের সেলাই মেশিন, ঢেউটিন, বিবাহ, চিকিৎসা, শিক্ষাখাতে ২ লক্ষ ২১ হাজার টাকা বিভিন্ন এলাকার মানুষের মাঝে বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও চিকিৎসক ডাঃ মোহাম্মদ ওমর ফারক, ইউনিয়ন ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম ইসলামাবাদী, ক্লাব সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুল, মাসুম চৌধুরী, আব্দুল ওয়াহেদ চৌধুরী, শামসুদ্দোহা, এস এম জাফর চৌধুরী, নিজামুদ্দিন চৌধুরী, মোঃ রায়হান চৌধুরী, মামুন, ইমরান চৌধুরী, অশোক বড়ুয়া, রোবেল, শফি সিকদার, নাছির, আশরাফ, আব্দুর রহিম, খোরশেদ, নাজিমুদ্দিন, আকতার হোসেন। বক্তারা বলেন, রাউজান ক্লাব যাকাত তহবিলের মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য আন্তরিকতার সহিত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সমাজের বিত্তবানরা সঠিক ভাবে যাকাত প্রদান করলে দারিদ্রতার হ্রাস পাবে বলে মনে করেন।