রাউজান কালচারাল পার্কের নববর্ষ বরণের ক্রীড়া

5

রাউজান প্রতিনিধি

রাউজান কালচারাল পার্কের উদ্যোগে নানা আয়োজনে নববর্ষ বরণ হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা ডা. নান্টু বড়ুয়া। অতিথি ছিলেন উপজেলা আ. লীগের কার্যনির্বাহী সদস্য অংশুমান বড়ুয়া, বেলী বড়ুয়া, ঝর্ণা কর, প্রণব বড়ুয়া, প্রকৌশলী তিত্থাংকার বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, তপন বড়ুয়া। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে কালচারাল পার্কের মাঠজুড়ে নানা পসরার স্টল বসে।