রাউজান প্রতিনিধি
২০ বছর পর মহানবী (স.)’র পবিত্র সিরাত আলোচনা উপলক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান শাখার উদ্যোগে রাউজান সরকারি কলেজ ময়দানে আজ ২৯ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিত হবে। মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিস-এর মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব শাইখুল হাদীস মামুনুল হক আজ রাউজান আসছেন। আজ বুধবার বিকেলে রাউজান সরকারি কজেল মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিশাল শানে রেসালত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন তিনি। এ উপলক্ষে প্রস্তুতি নিয়ে গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় এক সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখা। রাউজান শাখার সভাপতি আল্লামা কে.এম আলমগীর মাসউদ আরবনগরী বলেন, শানে রেসালাত সম্মেলনকে ঘিরে আমরাও সম্মেলনের সব রকমের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুল হকের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। শানে রেসালত সম্মেলন প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। শানে রিসালাত সম্মেলনে মেহমান থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
আরও উপস্থিত থাকবেন হাটহাজারী মাদরাসার পরিচালক মাওলানা মুফতি খলীল আহমদ কসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহসচিব আল্লামা সাজিদুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ অর্থ সম্পাদক মাও. ইলিয়াস হামিদী ও সহ প্রচার সম্পাদক মাও গাজী ইয়াকুবসহ দেশ বরণ্য উলামায়েকেরাম ও হেফাজত নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন হেফাজতে ইসলাম রাউজান’র সভাপতি আরবনগর আনোয়ারুল উলূম মাদরাসার পরিচালক মাওলানা কে.এম. মাসউদ আরবনগরী।