রাউজান প্রতিনিধি
রাউজান কদলপুর স্কুল এন্ড কলেজে কদলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ৯ জানুয়ারি দুপুরে হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া, নজরুল ইসলাম, কাজী মো. গিয়াস উদ্দিন। এম. আবদুস ছবুরের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরুন্নেছা সাদিয়া, ফারহানা আক্তার ফারিয়া। অতিথি ছিলেন নুরুল আমিন চৌধুরী তপন, এনামুল হক, বেলাল উদ্দিন, জুনু কান্তি বড়ুয়া, শাহ আলম, আজাদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন, মৌলানা মোহাম্মদ হোসেন, মৌলানা আবু সৈয়দ।