রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে বুধবার (২৫ জুন) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের জেলা প্রশিক্ষণ অফিসার মো. নাসির উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশেদ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার। বক্তব্য দেন আগত কৃষক ও কৃষাণীরা। অনুষ্ঠানে বিভিন্ন ফল ও সবজির প্রদর্শনী করা হয়।
আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিকে আরো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলার লক্ষ্যে পার্টনার প্রোগ্রাম কাজ করে যাচ্ছে।
এ আয়োজনের লক্ষ্য হচ্ছে প্রশিক্ষিত কৃষক দিয়ে অপ্রশিক্ষিত কৃষকদের মাঝে কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ক বিভিন্ন কলাকৌশল আদান-প্রদান করা।
রাউজান
রাউজানে ১২০জন কৃষকের অংশগ্রহণে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাউজান উপজেলার সম্মেলন কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব কুমার সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জয়িতা বসু ও সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।
এছাড়াও কংগ্রেসে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও ১২০ জন কৃষক উপস্থিত ছিলেন। পুষ্টি, উদ্যোক্তা তৈরি এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধি করার লক্ষ্য ইতোমধ্যে রাউজান উপজেলায় ৩৪টা স্কুলের মাধ্যমে ৮৫০ জন কৃষক প্রশিক্ষণ নিয়েছেন। রাউজান প্রতিনিধি