রাউজান উপজেলা হেফাজতের বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল

1

রাউজান প্রতিনিধি

ভারতের আগরতলা বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধকরণ এবং এডভোকেট আরিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রাঙামাটি মহাসড়কে গণ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল ৬ ডিসেম্বর রাউজান উপজেলার মুন্সির ঘাটা চত্বরে রাউজান উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা কে এম আলমগীর মাসউদ আরবনগরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা মুফতি ইব্রাহিম নুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম, অর্থ সচিব মুফতি হোছাইন আহমদ আসেম, উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওসমান খলিলাবাদী, সহ সভাপতি মোহাম্মদ হানিফ, উপজেলা বাণিজ্য সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, উপজেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন, খাদ্য বিষয়ক সম্পাদক মাওলানা মিজান সাঈদ, উপজেলা সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ সোহাইল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব ছিদ্দিকী, জয়নাল আবেদীন তালুকদার, মিডিয়া সম্পাদক আতিকুল্লাহ চৌধুরী, সহ কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ আরিফ, হেফাজত নেতা মাওলানা আব্দুর রহমান কান্দিপাড়া, মাওলানা মোহাম্মদ খোরশেদ, মাওলানা মোহাম্মদ এমরান মাওলানা নুরুচ্ছফা, মাওলানা মামুন বিন ইউনুছ, মাওলানা মোহাম্মদ দিদার আলম, মাষ্টার মিজান, মাওলানা নোমান, মাওলানা ইয়াহিয়া, মাওলানা আব্দুল বাসির রাজশাহী, মাওলানা মুস্তাকবিল্লাহ, হাফেজ মাওলানা মোর্শেদ মাওলানা আইয়ুব আরবনগরী প্রমুখ।