রাউজান প্রতিনিধি
সামাজিক নিরাপত্তা ও দারিদ্র্য দূরীকরণ শীর্ষক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ রাউজান উপজেলা মিলনায়তন হল রুমে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে গতকাল সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। অনুষ্ঠানে কোর্স পরিচালনা করেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মনির হোছাইন। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জসিম উদ্দিন, রাউজান উপজেলা মৎস্য অফিসার আলমগীর আজাদী।