রাউজান উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের আল্টিমেটাম

1

রাউজান প্রতিনিধি

রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। রাউজান উপজেলা ও পৌরসভা তৃণমূল ও ত্যাগী বিএনপি নেতাকর্মীদের উপেক্ষা করে পকেট কমিটি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি। তারা এ কমিটি বাতিলের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারি ঘোষণা করা হয়। গতকাল ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় রাউজান সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মনজুরুল আলম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক ফিরোজ আহাম্মদ,রাউজান উপজেলা যুগ্ম আহব্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ ওয়াহিদুল আকবর, কাজী আনিসুজ্জামান সোহেল, দিদারুল আলম চেয়ারম্যান, আবুল বশর চেয়ারম্যান, মোজাহের করিম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, হারুনুর রশীদ, কাজী সরোয়ার মন্জু, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, ইউছুপ সওদাগর, মোজাম্মেল, ইউছুপ তালুকদার, মো. মাসুদ, শাহাজান শাকিল, আবুল কাসেম রানা, জানে আলম, মুছা মিয়া, মো. ইউছুপ, মোজাহের আলম, জসিম উদ্দিন, সালাহ উদ্দিন, জসিম মেম্বার, একরাম মিয়া, আবু বক্কর সিদ্দিক, শাহ আলম, মিজান, শাহেদ, জাহাঙ্গীর, মাইকেল, শেখ মো. নাজিম, এনাম, ফয়সাল, খোন্দকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে নতুন কমিটি অবৈধ উল্লেখ করে এজন্য উত্তর জেলা বিএনপির আহব্বায়ক ও রাউজানের সাবেক সাংসদ গোলাম আকবর খোন্দকারকে দায়ী করে নেতৃবৃন্দ বলেন, একদিন আগে (১৮ জানুয়ারি আহুত) রাউজান বিএনপি ও পৌরসভা সম্মেলন স্থগিত করেন। সম্মেলন না করেই কমিটি ঘোষণা দেন। ওই কমিটি বাতিল না করলে বৃহত্তর কর্মসূচি দেয়ার কথা হবে। এজন্য আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হলে তার সব দায় গোলাম আকবর খোন্দকারকে নিতে হবে।