রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির সংবাদ সম্মেলন

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাউজান পৌর য্বুদলের সাবেক সভাপতি এ পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউর রহিম আজমের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় নিউ জামান হোটেলে এ সংবাদ সম্মেলন করেন রাউজান উপজেলা, পৌরসভা বিএনপি ও সহযোগি সংগঠন। সংবাদ সম্মেলনে রাউজানের দক্ষিণ হিংগলার বাসিন্দা ফোরকান অবৈধভাবে বিরোধপূর্ণ কৃষি জমি ভরাট করা সহ অবৈধ অর্থ পাচারকারী, চোরাকারবারির নানা অভিযোগ তুলে ধরা হয়। এতে এলাকার লোকজন অবৈধভাব জমি দখল করে মাটি ভরাট করার সময় স্থানীয়রা বাধা দিলে মিথ্যা অভিযোগ এনে এলাকার সাবেক জনপ্রতিনিধি ও বিএনপি নেতা রেজাউর রহিম আজমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। এতে অবিলম্বে প্রত্যাহার করার আহবান জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার শিকার রেজাউর রহিম আজম।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাহেদুল আলম, দিদারুল আলম, আবু তাহের মুনু, জাগের হোসেন, সাকিল তালুকদার, মো. আরমান, মোহাম্মদ কোম্পানি, সাইফুল আলম দিপু, জসিম উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, সাইফুল আলম শুভ, তৈয়ব সুলতান, সোহেল মানিক।