মুজিববর্ষকে সামনে রেখে রাউজান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, শাহ্ আলম চৌধুরী, হামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, এসএম বাবর, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা রেহানা আফরোজ, কার্যনির্বাহী সদস্য রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, যুগ্ম সম্পাদক তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, বিএম জসিম উদ্দিন হিরু, লায়ন সাহাবুদ্দিন, তছলিম উদ্দিন চৌধুরী, দিদারুল আলম, নুরুল আবছার, নির্বাহী সদস্য আহসান হাবিব চৌধুরী, কাউন্সিলার জান্নাতুল ফেরদৌস ডলি, নাছিমা আক্তার, জেবুন্নেছা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ প্রমুখ। সভায় মুজিববর্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিন্ধান্ত গৃহীত হয়। এছাড়া করোনাভাইরাস বিষয়ে গণ সচেতনতা সৃষ্টি লক্ষে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানানো হয়।