রাউজান উত্তর সর্তা সমিতির উদ্যোগে গরীব শিক্ষার্থী ও দুস্থদের সহায়তা

1

রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) চট্টগ্রাম’র পক্ষ থেকে সমিতির যাকাত ফান্ড হতে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির টাকা ও উত্তর সর্তা এলাকার গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ৮ মার্চ হযরত আবদুল কাদের জিলানী (র.) কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হযরত আবদুল কাদের জিলানী (র.) কল্যাণ ট্রাস্ট এর সার্বিক সহযোগিণায় রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস)’র অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মোজাফ্ফর আলী চৌধুরী। সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, ইসি সদস্য ও হযরত আবদুল কাদের জিলানী (র) ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুছ, হলদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মৌলানা ইদ্রিস আনসারি, শিক্ষক মোহাম্মদ ফরিদ উদ্দীন, মৌলানা আবদুল মান্নান, মাওলানা কুতুব উদ্দিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। সমিতির যাকাত ফান্ড থেকে হযরত আবদুল কাদের জিলানী (র.) এতিমখানা ও হেফজখানা, উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা, দমদমা নুরুল উলুম দাখিল মাদ্রাসা, তোতাগাজী বাড়ী নুরানী একাডেমি, সর্তারকুল মাওলানা রমজান আলী নুরানী মাদ্রাসা, গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা, এয়াছিন নগর গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা, বটপুকুরিয়া গাউছিয়া আহমদিয়া রহমানিয়া মাদ্রাসা, হযরত আয়েশা সিদ্দিকা (র.) এবতেদায়ী মাদ্রাসা, হযরত আয়েশা সিদ্দিকা (র.) এতিমখানা ও হেফজখানা, হযরত এয়াছিন শাহ কলেজ, হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়, হলদিয়া উচ্চ বিদ্যালয়, এয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নগদ অর্থ বিতরণ করা হয়। সভায় বক্তারা রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) চট্টগ্রাম এর বিগত তের বছরের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন। সমাজের বিত্তশালী লোকদেরকে পিছিয়ে পড়া লোকদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি