রাউজান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সংগঠনের বিভিন্ন কর্মাকান্ড নিয়ে গত বৃহস্পতিবার উপজেলার গিরিছায়ায় মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। সমিতির সভাপতি আলহাজ সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মো. কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউনুছ মিয়া, মো. নবী ও মো. আমিনুল হক। এত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির লাইন কন্ট্রালার সম্পাদক নবীদুল আলম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মোতালেব, মো. হোসেন প্রমুখ।