রাউজান প্রতিনিধি
রাউজানে অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে গেছে। উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রৌশন শাহ বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকার মো. জসিম, মো. ফরিদ, মো. দুলাল, মো. ছগির, মো. ইমাম, আব্দুস সালাম, মো. ইদ্রিস, নুরুল ইসলাম, মো. নিজামের পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
তাদের এই দুঃসময়ে দ্রুততার সাথে ঘটনাস্থল পরিদর্শন করে গতকাল সোমবার সকালে রাউজানের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোজাম্মেল হক চৌধুরী ও বিএনপি নেতা আহমদ শুকাণ, বিএনপি নেতা কামরুল হাসান কচি, হাবিব হোসেন, মুহাম্মদ সালাউদ্দিন, হান্নান চৌধুরী, খন্দকার মোহাম্মদ হোসেন, নিজামুদ্দিন আহমেদ সোহাগ, রেজাউল সাজ্জাদ চৌধুরীসহ অনেকে।