রাউজানে ৫ যুবদল নেতাকর্মির বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রতিবাদে সংবাদ সম্মেলন

1

রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহব্বায়ক আশিকুর রহমান ফয়েজসহ ৫ যুবদল নেতাকর্মির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের এবং ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রাউজান পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল। গতকাল ২৭ মে দুপুরে পশ্চিম গহিরায় দলীয় কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল নেতা আশিকুর রহমান ফয়েজ। এসময় রাউজান পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইউসুফ, কাজী আনিসুজ্জামান, এম. শাহাজান সাহিল, জসিম উদ্দিন, হোসেন, রাশেদুজ্জামান জুয়েল, দিদার, জীবন খোন্দকার, তৌফিক প্রমুখ।
লিখিত বক্তব্য অভিযোগ করা হয়, আমরা নির্যাতিত নেতাকর্মি। ২০০৮ সালের আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিজের এলাকা ছেড়ে মানবেতর জীবন যাপন ও আওয়ামী লীগের রোষানলে পড়ে জেল-জুলুম পাশবিক নির্যাতনে বিগত ১৭ বছর এলাকা থেকে বিতাড়িত ছিলাম।
বর্তমানে এলাকায় চাঁদাবাজি করতে না পেরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশের চেষ্টা করে পৌরসভার ১নং ওয়ার্ডকে মাদকের সাম্রাজ্যে পরিণত করেছে। এর বিরুদ্ধে অবস্থানের কারণে বিগত ১৮ মে আবদুল হালিম প্রকাশ আবদুল তার স্ত্রী সুমি আকতারকে দিয়ে আমিসহ ৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন। এনিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
প্রকৃত সত্য হলো, আবদুল হালিম ও তার সাঙ্গ পাঙ্গদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা সাজিয়েছে। সে আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর আলমগীর আলীর ডান হাত হিসেবে রাজত্ব কায়েম করে রেখেছিল ১নং ওয়ার্ডকে। আমরা এই মামলার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যাবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি প্রশাসনের কাছে।