রাউজান প্রতিনিধি
গাউসে জামান হযরত সৈয়দ আহমদ শাহ (রহ.) ও হযরত হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহের (রহ.) সালানা ওরশ উপলক্ষে খতমে কোরআনে পাক, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ, দোয়া, মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গাউসিয়া কমিটি ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বড়ঠাকুর পাড়ার খানকা শরীফে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি এ কে এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চান্দগাও নজিরিয়া নঈমীয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ খায়রুল আমিন চিশতী, বিশেষ বক্তা ছিলেন সুলতানপুর নুর খাইয়ুম জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম নেজামী, পশ্চিম গুজরা মুনিরিয়া দারুচ্ছুন্নাহ সুনিয়র মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন আলকাদেরী, হামজার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ শিহাব উদ্দীন সুলতানী, অতিথি ছিলেন- পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এম আবু মোস্তাক আলকাদেরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা দক্ষিণের সহ-সভাপতি হাবীবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, অর্থ সম্পাদক ফিরোজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ছাবের, মাওলানা আব্দুর রহিম, মোহাম্মদ বদিউল আলম, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আলকাদেরী, মোহাম্মদ বেলাল উদ্দীন, মোহাম্মদ সেকান্দর হোসেন, মোহাম্মদ তসলিম উদ্দীন, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফোরকান নূরী, মাওলানা লোকমান, নুর মোহাম্মদ রেজা, মোহাম্মদ জয়নাল আবেদিন, মহিন উদ্দিনসহ প্রমুখ।