রাউজানে সীবলী পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

87

রাউজানের মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহার প্রাঙ্গণে প্রতিবছরে ধারাবাহিকতায় শাপলা সংঘের উদ্যোগে উপজেলার মধ্যম বিনাজুরী বুদ্ধ পূজা সীবলী পূজা উদযাপন পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল শনিবার অষ্ট-বিংশতি বুদ্ধ পূজা, বিনাজুরী গ্রামে জন্মজাত প্রয়াত সংঘ মনীষা নির্বান শান্তি কামনায় ও ভাইরাস করোনা নির্মূলে নবরত্ন সূত্র পাঠ, একক স্বধর্মদেশনা, গুণীজন সম্মাননা ও অষ্ট-পরিষ্কার সহ সংঘদান আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- বিনাজুরী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, আর্শিবাদক ছিলেন বোধিপ্রিয় মহাথের। বিনাজুরী আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবি অনুত্তর বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন- মধ্যম বিনাজুরী শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাথের, রবিন্দ্র নানায়ক্কারা ডি জি এম কে ডি এস। একক স্বধর্মদেশক ছিলেন ভদন্ত মেত্তাবংশ স্থবির। মধ্যম বিনাজুরী বুদ্ধ পূজা সীবলী পূজা উদযাপন পরিষদের সম্পাদক জে. রাহুল মিত্র ভিক্ষুর পরিচালনায় বক্তব্য রাখেন ভদন্ত শাসনশ্রী মহাথের, বুদ্ধরত্ন থের, বিমলাচার ভিক্ষু, জিনবংশ ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু, শাসনপাল ভিক্ষু, রতনশ্রী ভিক্ষু সংঘপাল, ভিক্ষু প্রজ্ঞামিত্র, ভিক্ষু সহ অনুত্তর পূণ্য ক্ষেত্র ভিক্ষু সংঘ। সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা উদয়ন বড়ুয়া, সুমল বড়ুয়া শিমুল, পরিতোষ বড়ুয়া, সুজিত বড়ুয়া, প্রয়াত লোকনাথ বড়ুয়ার পরিবারবর্গ। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কামনায় ফানুস উত্তোলন করা হয়।