রাউজানে সাবেক ফরেস্ট অফিসারের মৃত্যু

1

রাউজান প্রতিনিধি

হাসপাতালে ভর্তি থাকা স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অমল কান্তি দে নামে (৬৫) বছর বয়সী সাবেক এক ফরেস্ট অফিসার। গত শনিবার রাতে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জানালী হাট সংলগ্ন চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সেতুর সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অমল। স্থানীয় লোকজন উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১০ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, রাউজান ফকিরহাট থেকে বাড়ি ফিরতে গাড়ি থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত অমল রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের রামহরি চৌকিদার বাড়ির সতিষ দের ছেলে। তিনি দুই ছেলে দুই মেয়ে সন্তানের জনক।
রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন, ‘সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।’ স্থানীয়দের বরাদ দিয়ে ওসি আরও বলেন, একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায় বলে জানা গেছে। তবে গাড়িটির নম্বর কেউ জানাতে পারেনি।