রাউজানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উদযাপন

2

রাউজানে আলোচনা সভা, দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন হয়েছে।
১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১ টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দলীয় কার্যালয়ে বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল ও অংগসংগঠন সমূহের যৌথ আয়োজনে এই জন্মদিন উদযাপন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাহেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা এমদাদুল ইসলাম, মো. আবু জাফর, মো. ইসহাক, মো. আলম, ছাত্রনেতা কামরুল হাছান মুরাদ প্রমুখ। একই দিন বিকাল ৩টায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়। পথসভায় বক্তারা বলেন, স্বৈরচারী শেখ হাসিনা সরকারের শত নির্যাতন-নিপীড়নের পরও দেশ ত্যাগ করে নি মা, মাটি, মানুষের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিজ্ঞপ্তি