রাউজান প্রতিনিধি
ত্রাণ সহায়তার পাশাপাশি রাস্তা মেরামতে কাজ করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার স্বেচ্ছাসেবীরা। রাউজান উত্তর গুজরায় একটি রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই খবর পেয়ে ছুটে আসেন রাউজান উপজেলা গাউসিয়া কমিটির কর্মী বাহিনী। মানবিক কর্মকান্ডে আস্থার ঠিকানা গাউসিয়া কমিটির এই কার্যক্রমে আনন্দিত একালাবাসী।
সারা দেশব্যাপী লক্ষাধিক কর্মী দেশের যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে। গাউসিয়া কমিটি বাংলাদেশ আবুধাবি মোসাফফা শাখার আর্থিক সহযোগিতায় এই উন্নয়নমূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিউল আজম, জয়নাল আবেদীন জাবেদ, এসকান্দর আলম, এনামুল হক মুন্না, মীর আবু জাহেদ, কামাল উদ্দিন, মুহাম্মদ ফয়সাল, প্রবাসী আলী আকবর, আজিজুল হক, আলাই আহমেদ, আবু নাসের, মুহাম্মদ রফিক, নূরুল হুদা, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ তারেক, মুহামদ রাকিব, জাহেদুল, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ রিদয়, মুহাম্মদ রেজভী সহ স্থানীয়রা।