রাউজানে শিক্ষার্থীদের আঁকা জুলাই বিপ্লবের ঘটনার চিত্র প্রদশর্নী ও সেমিনার

0

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণে নিজের হাতে আঁকা জুলাই বিপ্লবের ঘটনার চিত্র প্রদশর্নী ও নাটক এবং ফ্যাসিবাদ বিরোধী সেমিনার হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। এছাড়া কর্মসুচীর এক পর্বে ছিলো জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী শীর্ষক সেমিনার। সেমিনারে কয়েকশ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা অংশ নেন। বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের উদ্যোগে ৬ টি স্টলে জুলাই বিপ্লবের চিত্র প্রদশর্নীতে জুলাইয়ের নানা ঘটনার চিত্র নিজের হাতে এঁকে তুলে ধরেন প্লে কার্ডের মাধ্যমে। এছাড়া একঝাঁক শিক্ষার্থী জুলাইয়ের নানা ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরে নাটক উপস্থাপন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষের সঞ্চালনায় সেমিনারে অতিথির বক্তব্য দেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ নাসির উদ্দিন, শিক্ষানুরাগী নুর নবী, মফিজুর রহমান, মুহাম্মদ নজরুল ইসলাম, উজ্জ্বল কুমার দে, রেজাউল করিম প্রমুখ।